
বিশিষ্ট সমাজ সেবক, জনদরদী নেতা, তারুন্যের প্রতিক, চৌকোস রাজনীতিবীদ গরীব দুঃখী সাধারণ মানুষের বন্ধু হিসাবে অতি পরিচিত মুখ। উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ জনগণের সাথে মত বিনিময় ও গনসংযোগ অব্যাহত রেখেছেন | তিনি তীব্র শীতকে উপেক্ষা করে ছুটে চলছেন সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে। সকল শ্রেনী পেশার মানুষের কাছে গিয়ে তাদের ভালোমন্দ খোজ়খবর ও কুশল বিনিময় করছেন। উপজেলার সকল গন্যমান্য ব্যাক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেন।
একান্ত আলোচনায় তিনি বাংলা৫২নিউজ ডট কমকে বলেন, আমি রাজনীতির প্রেরনা থেকেই গরীব দুঃখী সাধারন মানুষের পাশে আছি এবং আমার সামর্থ অনুযায়ী তাদের সেবা করে যাচ্ছি। আমি আশা করছি এবারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে সাধারন ভোটাররা আমাকে ভোট দিয়ে বিজয় করে তাদের পাশে থাকার সুযোগ করে দিবেন ইনশাল্লাহ।
আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে৪৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপার্থী আলহাজ্ব হেলাল উদ্দিন লাটিম মার্কা প্রতীকে নির্বাচন করবেন।
বাংলা৫২ নিউজ/১০- ফেব্রুয়ারি-২০১৯/শাকিল