
ঢাকা জর্জ কোর্টের আইনজীবী ও বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোদেজা নাসরিন আক্তার হোসেন এর বাড়ি রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর গ্রামের মিয়া বাড়িতে।
রাজবাড়ীর এই কৃতি সন্তান আওয়ামীলীগের মনোনয়ন পাওয়ায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আনন্দ প্রকাশ করেছেন।
অ্যাডভোকেট খোদেজা নাসরিন আক্তার হোসেন বলেন, রাজবাড়ী জেলার উন্নয়নের গতিধারা অব্যাহত রাখতে তিনি জোরালো ভূমিকা রাখার চেষ্টা করবেন। মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও নারী নির্যাতনের বিরুদ্ধে কাজ করবেন। তাকে আওয়ামী লীগের প্রার্থী মনোনীত করায় তিনি আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, ২০১৩ সালের বিএনপি জামাত জোটের ডাকা লাগাতার হরতাল অবরোধের রোষানলে ঢাকার শাহবাগে পেট্রোল বোমা হামলার শিকার হয়ে তার শরীরের প্রায় ২৫ শতাংশ পুরে যায়। তিনি দীর্ঘদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।