অগ্রণী ব্যাংক অফিসার সমিতি কেন্দ্রীয় পরিষদের প্রথম নারী সভাপতি (ভারপ্রাপ্ত) হলেন নাজমা বেগম। আজ রবিবার সকালে এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে ফুল দিয়ে বরণ করে নেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এন তারিফুল ইসলাম তারিফ, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান সবুজ, প্রচার সম্পাদক নাজমুল হক মিয়া, সহ-সাংস্কৃতিক সম্পাদক মওদুদ আহমেদ, নির্বাহী সদস্য মো. কামরুল হাসান, মধু মঙ্গল কুন্ডু, লায়লা কাজীসহ সমিতির সদস্যরা।
এ সময় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এন তারিফুল ইসলাম তারিফ বলেন, নিয়ম অনুযায়ী নাজমা বেগম সভাপতির (ভারপ্রাপ্ত) দায়িত্ব পেয়েছেন। আশা করি আগামীতে নাজমা আপা দক্ষতার সাথে তার নিজের দায়িত্ব পালন করবেন।
অফিসার সমিতির সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান সবুজ বলেন, অফিসার সমিতির গঠনতন্ত্রের ১৩.২ উপ-ধারা মোতাবেক পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত সভাপতি হিসেবে নাজমা বেগম (ভারপ্রাপ্ত) দায়িত্ব পালন করবেন এবং পরবর্তীতে নির্বাচিত নেতাদের দায়িত্ব বুঝিয়ে দেবেন।
এ সময় নতুন ভারপ্রাপ্ত সভাপতি নাজমা বেগমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমান জুয়েল, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের কেন্দ্রীয় কমিটির আইন সম্পাদক আওলাদ হোসেন, প্রচার সম্পাদক জসীম রেজা, কার্যকরী সদস্য পরিমল বালা, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ অগ্রণী ব্যাংক ইউনিটের সহ সভাপতি রাশেদুজ্জামান রাজন, সহ সভাপতি মাহফুজুর রহমান কল্লোল, সাংগঠনিক সম্পাদক দাদন তালুকদার, সাংগঠনিক সম্পাদক মো. রাকিবুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক মো. নুর ইসলাম, উপ তথ্য ও গবেষণা সম্পাদক আবুল কালাম আজাদ, সদস্য এসকে ফারুকসহ অন্যান্য নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন জুয়েল, সদস্য টি এম ফররুখ হোসেনসহ অনেকে, অগ্রণী ব্যাংক অফিসার ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সবুজ, কার্যকরী সভাপতি সুফি জামালসহ সাধারণ অফিসারগণ উপস্থিত ছিলেন।
এসময় নতুন সভাপতির (ভারপ্রাপ্ত) পক্ষ থেকে উপস্থিত সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে মিষ্টি বিতরণ করা হয়। নতুন সভাপতি (ভারপ্রাপ্ত) সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, গঠনতন্ত্র অনুযায়ী আমি পরবর্তী কমিটির হাতে দায়িত্ব হস্তান্তর করা পর্যন্ত সমিতির কার্যক্রম চালিয়ে নিতে আপনাদের দোয়া ও সহযোগিতা চাই।