আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত জামালপুরের শিহাব
জামালপুরের তরুণ সমাজকর্মী আব্দুল্লাহ আল শিহাব (১৭) শিশু অধিকার বিষয়ে অনন্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে শিশুদের ‘নোবেল’ খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার–২০২৫ এর জন্য মনোনীত হয়েছেন। তিনি শিশুশ্রম, বাল্যবিবাহ, শিশু সুরক্ষা ও জেন্ডার সমতা প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে আসছেন।
আব্দুল্লাহ আল শিহাব ২০২৩ সালে ধানুয়া কামালপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন এবং বর্তমানে ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। তিনি জামালপুরের বকশিগঞ্জ উপজেলার মির্ধাপাড়ার আলতাব হোসেন ও কহুলা বেগম দম্পতির সন্তান।
নেদারল্যান্ডসের আমস্টারডামভিত্তিক শিশু সহায়তা ও অ্যাডভোকেসি সংস্থা কিডসরাইটস ফাউন্ডেশন প্রতিবছর বিশ্বের বিভিন্ন প্রান্তে শিশু অধিকার রক্ষায় কাজ করা শিশুদের এই মর্যাদাপূর্ণ পুরস্কারের জন্য মনোনয়ন দিয়ে থাকে।
গত চার বছর ধরে উপকূলীয় অঞ্চলে শিশু অধিকার রক্ষায় কাজ করছেন শিহাব। তিনি গ্রামীণ ও অনলাইন—দুই মাধ্যমেই বাল্যবিবাহ, শিশুশ্রম ও লিঙ্গ সমতা বিষয়ে ব্যাপক সচেতনতা গড়ে তুলেছেন। তাঁর উদ্যোগে একাধিক বাল্যবিবাহ প্রতিরোধ হয়েছে এবং বহু পরিবার শিশু সুরক্ষার বিষয়ে সচেতন হয়েছে।
আব্দুল্লাহ আল শিহাবের এই অর্জন শুধু তাঁর ব্যক্তিগত নয়, এটি বাংলাদেশের তরুণ সমাজের জন্য এক অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে।