Tuesday , 23 April 2024
শিরোনাম

আমি আবার ফিরে এসেছি: ট্রাম্প

দুই বছরের বেশি সময় ধরে বন্ধ থাকার পর চালু হলো সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউটিউব চ্যানেল। শুক্রবার সাবেক প্রেসিডেন্টের চ্যানেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় মালিক প্রতিষ্ঠান অ্যালফাবেট ইনকর্পোরেশন। এর মাধ্যমে টুইটার অ্যাকাউন্টের পর পূর্ণাঙ্গভাবে সচল হয়েছে তার ইউটিউব চ্যানেলও। একই সাথে চালু হয়েছে তার ফেসবুক অ্যাকাউন্ট। খবর আল জাজিরার।

নিজের অ্যাকাউন্ট ফিরে পাওয়া পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ট্রাম্প। নিজের আগমনী জানান দিতে ট্রাম্প ২০১৬ সালে দেয়া তার ভাষণের ১২ সেকেন্ডের একটি ক্লিপ শেয়ার করেছে। সে বছর ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচন জিতে ওই ভাষণটি দিয়েছিলেন।

ভিডিওটিতে ট্রাম্পকে বলতে শোনা যায়, ‘আমি আবারও ফিরে এসেছি। তাকে আরও বলতে শোনা যায়, আপনাদের অপেক্ষায় রাখার জন্য দুঃখিত—খুবই জটিল পরিস্থিতি।

এর আগে ২০২১ সালের জানুয়ারিতে ক্যাপিটল হিলে সহিংসতায় উস্কানির দায়ে বন্ধ করে দেয়া হয়েছিল ইউটিউব চ্যানেলটি। কাছাকাছি সময় বন্ধ করা হয় তার ফেসবুক ও টুইটার অ্যাকাউন্টও। তখন থেকে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল চালু করেন সাবেক এই প্রেসিডেন্ট। যেখানে তার ফলোয়ার সংখ্যা ৫ মিলিয়ন।

ইলন মাস্ক দায়িত্ব নেয়ার পর গত নভেম্বরে টুইটার অ্যাকাউন্ট ফিরে পান ট্রাম্প। চালু হয় ফেসবুক অ্যাকাউন্টও। তিন টেক প্ল্যাটফর্মে ১৪৬ মিলিয়ন ফলোয়ার ডোনাল্ড ট্রাম্পের। আগের নির্বাচনে ট্রাম্পের পক্ষে তহবিল সংগ্রহে অন্যতম মাধ্যম হিসেবে কাজ করেছিল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো।

Check Also

তারপরও ইসরাইলকে শত কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

গাজার নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের গণহত্যা চালানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নানা সমালোচনা হচ্ছে। কারণ মার্কিন সরকার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x