“আমি বাংলাদেশ” এর পক্ষ থেকে পথ শিশুদের নিয়ে ফল উৎসব
আমি বাংলাদেশ এর কার্যক্রম যাত্রা শুরু ২০১৮ সালে লন্ডনে “সুন্দরবন বাঁচাও”, ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের মধ্য দিয়ে। তবে প্রথম আলোচনায় আসে ২০২৪ সালে ১৮ জুলাই ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’ এর সাথে একাত্মতা ঘোষণা করে বাংলাদেশের বাহিরে (লন্ডনে) সবচাইতে বড় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে পাশাপাশি ২৮ জুলাই দেশের বাহিরে প্রথম কোন সংগঠন হিসেবে ২৫৭ জন শহীদের “নাম ঘোষণা” করে স্বীকৃতি দানের মাধ্যমে।
পরবর্তীতে ২০২৪ এর বন্যায় ফেনী, লক্ষ্মীপুরে বন্যা কবলিত এলাকায় ১৭ টি বোটের রেসকিউ, টানা ১৮ দিনে ৯টি মেডিক্যাল ক্যাম্প করা হয় ও ৫ শতাধিক পরিবারের কাছে খাবার পৌঁছে দেওয়া হয় ‘আমি বাংলাদেশ’র পক্ষ থেকে। আমি বাংলাদেশ এর পরবর্তী পরিকল্পনা হলো আগামী ১ বছরের মধ্যে সারা দেশে ২০,০০০ বৃক্ষ রোপন করা এবং পরিবেশ পাখির বাসা সংরক্ষণ ও প্রতিস্থাপন করা।
সংগঠনের শুরু থেকে এখন পর্যন্ত পরিবেশ রক্ষায় এবং দেশের প্রতি দ্বায়বধ্যতা থেকে কাজ করে যাচ্ছে। যা ভবিষ্যতে ও অব্যাহত থাকবে।
বেটার হোপ সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, খাদ্য, স্বাস্থ্য এবং মৌলিক অধিকার বাস্তবায়নে কাজ করে আসছে। এই আয়োজন তারই একটি অংশ। শিশুদের মুখে এক টুকরো হাসি এবং একটু ভালোবাসা দেওয়াই এই সংগঠনের প্রধান লক্ষ্য।