সাভারের আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় ভোরে সড়কের পাশে পার্কিং করা একটি পিকআপে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (১৪ নভেম্বর) ভোর ৫টার দিকে মেডলার গার্মেন্টসের সামনে এই ঘটনা ঘটে।
জিরাবো মডার্ণ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সায়েম মাসুম জানান, স্থানীয়দের ফোনে খবর পেয়ে সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। তবে স্থানীয়রা আগুনের প্রাথমিক নিয়ন্ত্রণ ইতোমধ্যে করে ফেলায় বড় কোনো ক্ষতি রোধ করা সম্ভব হয়।
স্থানীয়দের বরাত দিয়ে ফায়ার সার্ভিস জানায়, ভোরে একটি মোটরসাইকেলে থাকা দুজন ব্যক্তি পিকআপে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসকে বিষয়টি জানিয়ে সাহায্য নেন।
অগ্নিসংযোগে পিকআপটি ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আবু সায়েম মাসুম বলেন, ‘স্থানীয়দের দ্রুত পদক্ষেপের কারণে আগুন নিয়ন্ত্রণে আসে এবং বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।’























