আশুলিয়ার জামগড়া এলাকায় পলমল গ্রুপের আয়েশা ক্লোথিং কারখানায় আগুন
আজ দুপুর ১২০০ ঘটিকায় আয়েশা ক্লোথিং ফ্যাক্টরির কর্মচারীরা ২য় তলায় একটি অগ্নিকান্ড সংগঠিত হতে দেখে এবং সবাইকে অবগত করে। পরবর্তীতে গার্মেন্টসের সকল শ্রমিক কারখানা থেকে বের হয়ে যায় এবং এর ফলে কোন প্রাণহানির ঘটনা সংগঠিত হয়নি। ফ্যাক্টরি থেকে কর্তৃপক্ষ ফায়ার ব্রিগেড এবং জামগড়া আর্মি ক্যাম্পে
বিষয়টি অবগত করে। জামগড়া আর্মি ক্যাম্প সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। ঘটনাস্থলে প্রচুর পরিমাণ লোক জড়ো হয়ে যাওয়ায় ফায়ার ব্রিগেড তাদের গুরুত্বপূর্ণ যানবাহন কারখানার নিকটস্থ করতে এবং কার্যক্রম শুরু করতে ব্যহত হলে সেনাবাহিনী টহল দল ঘটনাস্থলের ট্রাফিক এবং আইন-শৃংখলা নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করে। এরই ফলশ্রুতিতে ফায়ার ব্রিগেড তাদের কার্যক্রম শুরু করতে সক্ষম হয়। পরবর্তীতে ফায়ার ব্রিগেড এবং আর্মি টহল দল একত্রে আগুন নিয়ন্ত্রণের কাজে অংশগ্রহণ করে। বিকাল ১৫৩০ ঘটিকায় কারখানার আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বর্তমানে অগ্নিকাণ্ড সংঘটিত হওয়ার সম্ভাব্য কারণ এবং ক্ষয়ক্ষতির হিসাব গ্রহনের জন্য অনুসন্ধান চালাচ্ছে কর্তৃপক্ষ। ১৫৩০ ঘটিকায় আগুন নিয়ন্ত্রণের পর কারখানার আশেপাশের এলাকার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য শিল্পাঞ্চল পুলিশ তাদের সদস্যদের মতায়ন করেছে।