মোহাম্মদ নুর আলম (মানু সিদ্দিকী) স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলার সাভার উপজেলা আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জিরানি ইউনিটের উদ্যোগে যাকাতের গুরুত্ব শীর্ষক আলোচনা সভা ও ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
মঙ্গলবার (১১মার্চ) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নের জিরানী নিউ মার্কেট এলাকায় আলমানারাত মডেল মাদ্রাসা হলরুমে জিরানী ইউনিটের সভাপতি হাকীম মো: আমজাদ হোসেনের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে আলোচনা রাখেন, ঢাকা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা মো. আফজাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিমুলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মো. মো: মোখরেজুল হোসাইন মুকুল,শিমুলিয়া ইউনিয়ন সেক্রেটারি ডা: মো. মাহমুদুল হাসান, শিমুলিয়া ইউনিয়ন জামায়াতের সমাজ কল্যান সেক্রেটারি
মো: মনিরুজ্জামান প্রমুখ।
যাকাতের গুরুত্ব শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল আলোচক অধ্যক্ষ মাওলানা মো. আফজাল হোসেন বলেন, যাকাত কেবল আর্থিক লেনদেনের বিষয় নয়, এটি দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা। ইসলামী শরীয়াহ অনুযায়ী সঠিকভাবে যাকাত বণ্টন করা হলে সমাজে অর্থনৈতিক ভারসাম্য রক্ষা পায় এবং বৈষম্য দূর হয়।
বক্তারা বলেন, যাকাত শুধু ব্যক্তিগত ধর্মীয় দায়িত্ব নয়, বরং এটি সামাজিক উন্নয়নের মাধ্যমও। যদি প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তি সঠিকভাবে যাকাত আদায় করেন, তাহলে দারিদ্র্যতা কমে আসবে এবং সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিমুলিয়া ইউনিয়ন সহ ৮নং ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের দায়িত্ব শীল কর্মী সমর্থক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন।