কাজী মোঃ আশিকুর রহমান
বিশেষ প্রতিনিধি
শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ালো আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক সুলতান মাহমুদ (বাদশা)। বৃহস্পতিবার দুপুরে আশুলিয়ার পলাশবাড়ী বাতানটেক এলাকায় নিজ আয়োজনে অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেন তিনি। প্রায় এক হাজার পরিবারের মধ্যে কম্বল বিতরণ করেন তিনি। সুলতান মাহমুদ বাদশা বলেন, এই শীতে আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এগিয়ে এসেছি। এ সময় তিনি মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক শামসুদ্দিন আহম্মেদ বাবুলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।