রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ শুরু হওয়ার কথা দুপুর ২টায়। কিন্তু তার আগেই লোকারণ্য মহাসমাবেশস্থল। তিল ধারণের ঠাঁই নেই কোথাও। ইতিমধ্যে মহাসমাবেশস্থলে উপস্থিত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জানা গেছে, শুক্রবার (২৮ জুলাই) বেলা ১১টা ২৫ মিনিটে সমাবেশস্থলে উপস্থিত হন মির্জা ফখরুল। তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল ১০টার মধ্যেই নেতাকর্মীতে সমাবেশস্থল ভরে। এখনো নেতাকর্মীর আসছেন। ঢাকার ওয়ার্ডগুলো থেকে মানুষজন আসা শুরু করলে এই জনস্রোত মতিঝিল, শান্তিনগর, বিজয়নগর ছাড়িয়ে যাবে।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, আমরা প্রথম থেকে বলে আসছিলাম ২৮ জুলাইয়ের মহাসমাবেশ জনসমুদ্রে পরিণত হবে। এর কোনো সীমানা নেই। এই জনস্রোতকে কোনো সীমানাই দিয়ে রোখা যাবে না। এই সকালে নয়াপল্টনে তার প্রমাণ দিয়েছে অধিকারহারা মানুষেরা।
পল্টন এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যদের সঙ্গে বিপুল সংখ্যক আনসার সদস্যও রয়েছেন।
দলটি নির্দলীয় অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনের জন্য তাদের এক দফা দাবিতে চাপ দেওয়ার জন্য সমাবেশে পরবর্তী পদক্ষেপের ঘোষণা দিতে পারে।
একইদিন আওয়ামী লীগের তিন সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ তারুণ্যের জয়যাত্রা সমাবেশ করবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে।