মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছেন।
ইউক্রেনের রাজধানী কিয়েভসহ দেশটির বিভিন্ন শহরে একের পর এক রুশ ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষিতে সোমবার তিনি এই প্রতিশ্রুতি দেন।
হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, বাইডেন প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির সাথে কথা বলেছেন এবং উন্নত বিমান পরিবহন ব্যবস্থাসহ ইউক্রেনের আত্মরক্ষার প্রয়োজনীয় সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
মস্কোর সাথে ক্রিমিয়া উপদ্বীপের সাথে সংযোগকারী সেতুতে বিস্ফোরণের পর রুশ বাহিনী ইউক্রেনে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র ছুঁড়তে শুরু করে। ইতোমধ্যে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন আরো ভয়াবহ হামলা চালানোর হুমকি দিয়েছেন।
এ প্রেক্ষিতে বাইডেনের সাথে কথা বলা শেষে জেলেনস্কি ট্ইুট করে বলেন, প্রতিরক্ষা সহযোগিতায় এখন আমাদের প্রথম অগ্রাধিকার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।
কিয়েভ বলছে, রুশ বাহিনী দেশজুড়ে ৮০টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এক্ষেত্রে তারা প্রতিবেশী বেলারুশ থেকে ইরানের তৈরি ড্রোন ব্যবহার করে।