রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ইউক্রেনের ৪০০০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা শুক্রবার এ তথ্য দিয়েছে । খবর আল- জাজিরার।
সংস্থাটি জানিয়েছে, এখন পর্যন্ত ইউক্রেনে ৪ হাজার ৩১ জন মানুষ মারা গেছেন। যাদের মধ্যে ২০০ শিশুও রয়েছে।নিহতদের মধ্যে বেশিরভাগই মারা গেছেন বিস্ফোরণ ও গোলাবর্ষণজনিত কারণে। যদিও সংস্থাটি এই মৃত্যুর জন্য সরাসরি রাশিয়াকে দায়ী করেনি। আর রাশিয়াও বরাবরই সাধারণ মানুষকে লক্ষ্যবস্তু বানানোর বিষয়টি অস্বীকার করে আসছে।