ইউক্রেনে বিরুদ্ধে রাশিয়ার সামরিক অভিযানের ৫০০ দিন পেরিয়ে গেছে। চলমান এ যুদ্ধে ইউক্রেনের উপর রুমবাহিনীর হামলায় এখনও পর্যন্ত মারা গিয়েছেন ৯ হাজার সাধারণ মানুষ, যার মধ্যে শিশুই পাঁচশ। শনিবার ইউক্রেনে জাতিসংঘের মানবাধিকার মনিটরিং মিশন বা এইচআরএমএমইউ এক বিবৃতিতে এ তথ্য জানায়।
ইউক্রেন যুদ্ধের পাঁচশতম দিনে জাতিসংঘ সূর ছড়িয়েছে রাশিয়ার বিরুদ্ধে। ক্রেমলিনের কঠোর সমালোচনার পাশাপাশি একটা মর্মান্তিক তথ্যও প্রকাশ করেছে।
২০২২ সালে ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হয়েছিল। হিউম্যান রাইটস মনিটরিং মিশনের পক্ষে ডেপুটি হেড নোয়েল কালহাউন অত্যন্ত দুঃখের সঙ্গে জানিয়েছে, আবার এক মনখারাপ করা পরিসংখ্যান প্রকাশিত হলো। এই ৫০০ দিন ধরেই নানা ভাবে বিপর্যস্ত থেকেছে ইউক্রেন।
দেশটিতে নানা বিপর্যয় নেমে এসেছে। কোথাও জলের সরবরাহ নেই, কোথাও বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। এ ছাড়া দৈনন্দিন জীবনে স্বাভাবিক সবকিছুই বিপর্যস্ত হয়েছে। কিছুদিন আগে ইউক্রেনীয় লেখক ভিক্টোরিয়া অ্যামেলিনা মারা গেলেন, যিনি গণহত্যার তথ্য রাখছিলেন।
ইউক্রেনের জনপ্রিয় তরুণ লেখকদের একজন ছিলেন ভিক্টোরিয়া। লেখকদের সংগঠন পেন জানায়, গত বছর ইউক্রেনে পূর্ণ মাত্রায় রুশ হামলা শুরুর পর থেকে রাশিয়ার যুদ্ধাপরাধ নথিভুক্তের কাজ করে আসছিলেন ভিক্টোরিয়া।