গত ১০ এপ্রিল ২০২৩, সোমবার, ঢাকার বিজয় সরণির ‘থাই চি’ রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয় নোয়াখালী জেলার চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কামালপুর মোহাম্মদ হাশেম উচ্চ বিদ্যালয় এর প্রাক্তন শিক্ষার্থী কল্যাণ সমিতির উদ্যোগে ইফতার ও মতবিনিয় সভায়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কামালপুর স্কুলের প্রাক্তন সিনিয়ার শিক্ষার্থী, বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতি (বাডাস) প্রজেক্ট অ্যান্ড ডেভেলপমেন্ট ডাইরেক্টর জনাব গোলাম কিবরিয়া ভূঁইয়া। বিশেষ অতিথি হিসাবে ছিলেন কামালপুর স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ও ডি, বি ,এল গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক জনাব আব্দুল জব্বার। উক্ত ইফতার ও মতবিনিয় সভায় সভাপতিত্ব করেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সন্মানিত সদস্য, চাটখিল উপজেলা আওয়ামীলীগের কয়েকবারের নির্বাচিত সন্মানিত সভাপতি, চাটখিল উপজেলা পরিষদের দুই দুইবারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, একটিভ গ্রুপ অব ইন্ডাস্ট্রি এবং একটিভ ফাউন্ডেশন এর চেয়ারম্যান জনাব আলহাজ্ব জাহাঙ্গীর কবির। বেলা তিনটার পর থেকে কামালপুর স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা অনুষ্ঠানে আসতে শুরু করে। উপস্থিত হওয়া স্কুলের সবচেয়ে সিনিয়ার শিক্ষার্থী ছিলেন জনাব গোলাম কিবরিয়া ভূঁইয়া। তিনি কামালপুর স্কুল থেকে ১৯৫৮ সালে মেট্রিক পাশ করেন। উপস্থিত থাকা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মতিন মেট্রিক পাশ করেন ১৯৬২ সালে। উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষার্থী ও সিনিয়ার শিক্ষক ছায়েদুর রহমান। এভাবে শুরু করে ২০২০ সালের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ‘আলোকিত চাটখিল’ পত্রিকার সম্পাদক হান্নান হায়দার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্কুলের প্রাক্তন সিনিয়র শিক্ষক ছায়েদুর রহমান, বিএফ শাহিন কলেজের অধ্যাপক মোহাম্মদ আলী ভূঁইয়া, চাটখিল উপজেলা আওয়ামী লীগের প্রাক্তন সাংস্কৃতিক সম্পাদক শামছুল আলম মন্টু, আবদুর রহমান রাসেল প্রমুখ। প্রথমে আলোচনা ও মতবিনিময় সভা হয়। ইফতার ও মাগরিবের নামাজের বিরতির পর রাতের খাওয়ার আয়োজন থাকে। বিকেল থেকে পুরোটা সময় একটা আনন্দ উৎসবে পরিনত হয় বিজয় সরণির ‘থাই চি’ রেষ্টুরেন্ট। প্রধান অতিথি আলহাজ্ব জাহাঙ্গীর কবির বক্তব্যে বলেন, ‘একটিভ ফাউন্ডেশন তথা উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চাটখিল-সোনাইমুড়ীর মানুষের জন্য যে উদ্যোগগুলো নিয়ে আসছেন তা অত্যন্ত প্রশংসনীয়।’ বিশেষ অতিথি বলেন, ‘জাহাঙ্গীর কবির চাটখিলের শিক্ষাক্ষেত্রে অত্যন্ত ভূমিকা রেখে যাচ্ছেন যা শিক্ষার প্রসারে চাটখিলকে আরো বহুদূর এগিয়ে নিতে সাহায্য করবে।’ সভাপতি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘একটি সুন্দর সমাজ বিনির্মাণে বয়োজেষ্ঠদের পাশাপাশি তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। আর চাটখিল-সোনাইমুড়ীর কল্যাণে আমি আমৃত্যু কাজ করে যাব। আপনারা যে কোন বিপদে সবসময় আমাকে পাশে পাবেন।’ সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কামালপুর মো. হাসেম উচ্চবিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন (চৌধুরী) খোকন এবং চাটখিল উপজেলা আওয়ামী লীগের প্রাক্তন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন। সবশেষে অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি ও স্কুলের প্রাক্তন শিক্ষক এর হাতে নিজের লেখা “মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মতিন” ও “বঙ্গবন্ধু ও বাংলাদেশের মুক্তিযুদ্ধ” বই তুলে দেন কামালপুর স্কুলের প্রাক্তন শিক্ষার্থী (১৯৯১ ব্যাচ) সাহিত্যিক, কলামিস্ট ও প্রাবন্ধিক রহিমা আক্তার মৌ। লেখক: সাহিত্যিক, কলামিস্ট ও প্রাবন্ধিক।