ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে বাউল শিল্পী আবুল সরকার কারাগারে
ইসলাম ধর্ম অবমাননা ও কটুক্তির অভিযোগে দেশবরেণ্য বাউল শিল্পী মহারাজ আবুল সরকারকে জেল হাজতে পাঠানো হয়েছে।
গত ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা খালা পাগলীর মেলামঞ্চে গান পরিবেশনকালে ইসলামের অবমাননার অভিযোগে করা মামলায় দেশবরেণ্য বাউল শিল্পী আবুল সরকারকে জেল হাজতে পাঠিয়েছেন আদালতের বিচারক।
ঘিওর থানায় করা ঐ মামলায় আজ সকালে মাদারীপুর থেকে তাঁকে আটক করে ডিবি পুলিশ।
বিকেলে মানিকগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
এসময় কোর্ট চত্বরে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়। কোর্ট এলাকায় তার ভক্ত সমর্থকদের ভীড় করতে দেখা যায়।
ঘিওর বন্দর মসজিদের ইমাম মুফতি মোঃ আব্দুল্লাহ আজ সকালে এই মামলা করেন বলে জানান ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কহিনুর ইসলাম। তিনি বলেন, ‘বাউল শিল্পী আবুল সরকার গান পরিবেশনকালে আল্লাহ তায়ালা ও ইসলাম সম্পর্কে বিভ্রান্তিমূলক কথা বলেছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।’
























