গাজীপুরে ঢাকা-জয়দেবপুর রেল সড়কের ধীরাশ্রম এলাকায় পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেসের যাত্রীবাহী একাধিক বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সাথে উত্তর-পশ্চিমাঞ্চলের সকল ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
রোববার রাত সোয়া ৯টার দিকে ধীরাশ্রম এলাকায় বগিটি লাইনচ্যুত হওয়ার কথা নিশ্চিত করেন জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার রেজাউল ইসলাম। সর্বশেষ জানা গেছে, রাত ১০টার দিকেও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়নি।
তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেসের একটি না, একাধিক বগি লাইনচ্যুর হয়েছে। তাৎক্ষণিকভাবে নির্দিষ্ট করে বলতে পারেননি। পরে বিস্তারিত বলবেন বলে জানান তিনি। এ ঘটনায় ঢাকা-রাজশাহী, উত্তরবঙ্গ ও উত্তর-পশ্চিমবঙ্গগামী সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে।কমলাপুর রেলওয়ে থানার ওসি মাজহারুল হক জানান, শুনেছি ধীরাশ্রম এলাকায় পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটির একাধিক বগি লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনার পর ট্রেন উদ্ধারকারীদের খবর দেয়া হয়েছে। তবে রাত ১০টার দিকেও তারা ঘটনাস্থলে পৌঁছায়নি। রাতে এ দুর্ঘটনার পর ট্রেনের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। অনেকেই ট্রেন ছেড়ে বিকল্প পথে গন্তব্যে রওনা হয়েছেন।