ঢাকা , রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সৌদি আরবে রিয়াদ বাংলাদেশ থিয়েটারের ১২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নাটক মঞ্চস্থ আত্মহত্যা প্রতিরোধে ব্যতিক্রম সাইকেল র‍্যালি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিতর্কিত খসড়া সংশোধন না করলে কঠোর আন্দোলনের ঘোষণা রাতের আঁধারে জিরানী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল একের পর এক দোকান জনপ্রশাসন সচিব হলেন এহছানুল মরহুম তোফাজ্জল হোসেন স্মৃতি মিনি বার ফুটবল টুর্নামেন্ট–২০২৫, দ্বিতীয় দিনের খেলায় দি রয়েল ক্লাবের দাপুটে জয় গাজীপুরের শ্রীপুর উপজেলায় গরু চরাতে গিয়ে নিখোঁজ হওয়া শিশু হুযাইফা (৯) মরদেহ জঙ্গল থেকে উদ্ধার আসাল মিশিগান চ্যাপ্টারের নতুন কমিটি গঠন : সভাপতি-নাইম লিয়ন চৌধুরী, সাধারণ সম্পাদক- মিনহাজ রাসেল ‘মুক্তমঞ্চ’-এর কেন্দ্রীয় কমিটি গঠিত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত জামালপুরের শিহাব

উত্তাল যমুনার বুকে নৌভ্রমণে বলাকা সাহিত্য চর্চা পরিষদের সাহিত্য আড্ডা

প্রমিত পাল, সিটি রিপোর্টার

“বলাকা সাহিত্য চর্চা পরিষদ”-এর উদ্যোগে গত ৮ জুলাই শুক্রবার যমুনার উত্তাল তরঙ্গের মাঝে নৌভ্রমণের মাধ্যমে “সাহিত্য আড্ডা ২০২৫” অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ আয়োজন ছিল সাহিত্য, সংগীত, কবিতা পাঠ ও সাংগঠনিক আলোচনায় ভরপুর। পাশাপাশি ছিল যমুনা-স্নান ও নদীর তাজা মাছের স্বাদ গ্রহণের ব্যবস্থা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বলাকা সাহিত্য চর্চা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কবি ফিরোজ আহমেদ বাবুল এবং প্রধান আলোচক ছিলেন পরিষদের প্রধান পৃষ্ঠপোষক কবি এটি এম ফারুক আহমেদ।

সাহিত্য আলোচনা ও কবিতা পাঠে অংশ নেন কবি এটি এম ফারুক আহমেদ, কবি মোস্তাফিজুর রহমান, কবি নেপাল চন্দ্র সূত্রধর, বৈরাণ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সভাপতি কবি খালেক মাহমুদ, কবি ও ছড়াকার শামছুল আলম তালুকদার, কবি গোলাম মোস্তফা, সাবেক ব্যাংক ম্যানেজার হিমাদ্রি কুমার চন্দ, কবি ও সাংবাদিক বিশ্বজিৎ চক্রবর্তী, এবং ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও চ্যানেল এস প্রতিনিধি কবি ইমাম হাসান সোহান।

প্রধান আলোচক কবি এটি এম ফারুক আহমেদ বলেন—
“বলাকা সাহিত্য চর্চা পরিষদ নিয়মিতভাবে দেশের বিভিন্ন প্রান্তে সাহিত্য আড্ডার আয়োজন করছে, যা বাংলা সাহিত্যকে বাঁচিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অপসংস্কৃতির বিরুদ্ধে এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

প্রতিষ্ঠাতা সভাপতি কবি ফিরোজ আহমেদ বাবুল বলেন—
“বিভিন্ন জেলা থেকে আগত কবি, সাহিত্যিক ও সাংবাদিকদের অংশগ্রহণে এই সাহিত্য আড্ডা দেশের এই ক্রান্তিলগ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সুস্থধারার সাহিত্য চর্চায় এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।”

কবি ইমাম হাসান সোহান ফাঁকে ফাঁকে যমুনার পাড়ের কৃষক-জেলেদের জীবনসংগ্রাম ও প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দেন। অনুষ্ঠান পরিচালনা করেন কবি বিদ্যুৎ কুমার তালুকদার, আর গান পরিবেশন করেন কবি বিশ্বজিৎ চক্রবর্তী, আজিজুল হক ও কবি বিদ্যুৎ কুমার তালুকদার।

এছাড়াও উপস্থিত ছিলেন এইচ রহমান, কবি মেজবাহ উদ্দিন আহমেদ, শামীম আহমদ, আমজাদ হুসেন, মো. রোস্তম আলী, মো. লোকমান হোসেন, মো. মজনু মিয়া, মো. গোলাম মোস্তফা, মো. ছাদেকুল ইসলাম, মো. রুবেল আহমেদ, মো. জাহাঙ্গীর আলম, মো. আব্দুল্লাহ, সাংবাদিক রাকিব হাসান, মো. জামিল হোসেন, মো. ছাহেবুজ্জামানসহ বিভিন্ন কলেজের অধ্যাপক, ব্যাংক কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১১:৫০:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
৬১৩ Time View

উত্তাল যমুনার বুকে নৌভ্রমণে বলাকা সাহিত্য চর্চা পরিষদের সাহিত্য আড্ডা

আপডেটের সময় : ১১:৫০:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫

“বলাকা সাহিত্য চর্চা পরিষদ”-এর উদ্যোগে গত ৮ জুলাই শুক্রবার যমুনার উত্তাল তরঙ্গের মাঝে নৌভ্রমণের মাধ্যমে “সাহিত্য আড্ডা ২০২৫” অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ আয়োজন ছিল সাহিত্য, সংগীত, কবিতা পাঠ ও সাংগঠনিক আলোচনায় ভরপুর। পাশাপাশি ছিল যমুনা-স্নান ও নদীর তাজা মাছের স্বাদ গ্রহণের ব্যবস্থা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বলাকা সাহিত্য চর্চা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কবি ফিরোজ আহমেদ বাবুল এবং প্রধান আলোচক ছিলেন পরিষদের প্রধান পৃষ্ঠপোষক কবি এটি এম ফারুক আহমেদ।

সাহিত্য আলোচনা ও কবিতা পাঠে অংশ নেন কবি এটি এম ফারুক আহমেদ, কবি মোস্তাফিজুর রহমান, কবি নেপাল চন্দ্র সূত্রধর, বৈরাণ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সভাপতি কবি খালেক মাহমুদ, কবি ও ছড়াকার শামছুল আলম তালুকদার, কবি গোলাম মোস্তফা, সাবেক ব্যাংক ম্যানেজার হিমাদ্রি কুমার চন্দ, কবি ও সাংবাদিক বিশ্বজিৎ চক্রবর্তী, এবং ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও চ্যানেল এস প্রতিনিধি কবি ইমাম হাসান সোহান।

প্রধান আলোচক কবি এটি এম ফারুক আহমেদ বলেন—
“বলাকা সাহিত্য চর্চা পরিষদ নিয়মিতভাবে দেশের বিভিন্ন প্রান্তে সাহিত্য আড্ডার আয়োজন করছে, যা বাংলা সাহিত্যকে বাঁচিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অপসংস্কৃতির বিরুদ্ধে এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

প্রতিষ্ঠাতা সভাপতি কবি ফিরোজ আহমেদ বাবুল বলেন—
“বিভিন্ন জেলা থেকে আগত কবি, সাহিত্যিক ও সাংবাদিকদের অংশগ্রহণে এই সাহিত্য আড্ডা দেশের এই ক্রান্তিলগ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সুস্থধারার সাহিত্য চর্চায় এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।”

কবি ইমাম হাসান সোহান ফাঁকে ফাঁকে যমুনার পাড়ের কৃষক-জেলেদের জীবনসংগ্রাম ও প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দেন। অনুষ্ঠান পরিচালনা করেন কবি বিদ্যুৎ কুমার তালুকদার, আর গান পরিবেশন করেন কবি বিশ্বজিৎ চক্রবর্তী, আজিজুল হক ও কবি বিদ্যুৎ কুমার তালুকদার।

এছাড়াও উপস্থিত ছিলেন এইচ রহমান, কবি মেজবাহ উদ্দিন আহমেদ, শামীম আহমদ, আমজাদ হুসেন, মো. রোস্তম আলী, মো. লোকমান হোসেন, মো. মজনু মিয়া, মো. গোলাম মোস্তফা, মো. ছাদেকুল ইসলাম, মো. রুবেল আহমেদ, মো. জাহাঙ্গীর আলম, মো. আব্দুল্লাহ, সাংবাদিক রাকিব হাসান, মো. জামিল হোসেন, মো. ছাহেবুজ্জামানসহ বিভিন্ন কলেজের অধ্যাপক, ব্যাংক কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।