যানজট এখন রাজধানীবাসীর নিত্যদিনের যন্ত্রণা হয়ে দাঁড়িয়েছে। তীব্র যানজটে অতিষ্ঠ নগরবাসী। সকাল থেকে রাত পর্যন্ত লেগেই থাকে যানজট। চৈত্রের গরমে দিনের বেলায় যা হয়ে উঠে অসহনীয়।
যানজটের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত হচ্ছে রাজধানী জুড়ে চলমান নানা উন্নয়ন কর্মকাণ্ড। একই সঙ্গে চলছে মেট্রোরেল, উড়াল সড়কের কাজ। সেই সঙ্গে সড়কে অন্যান্য খোঁড়াখুঁড়ি তো আছেই।
মিরপুর, ফার্মগেট, মগবাজার, রামপুরা এলাকায় যানজটের মাত্রাটা যেন কয়েক গুণ বেড়ে গেছে। সব পয়েন্ট পাড়ি দিতে এক থেকে দুই ঘণ্টা বা তারও বেশি সময় লাগছে।
প্রায় ৮-৯ মাস ধরে এক পাশ বন্ধ হয়ে আছে মিরপুর এলাকার শেওরাপাড়া থেকে মিরপুর-১২ এর সড়কটি।পূর্ব পাশের ছোট্ট রাস্তায় দুমুখী যান চলাচল করছে। কোন নির্দেশনা ছাড়াই ফার্মগেটে সড়কের অনেকটা জুড়ে চলছে পাইলিংয়ের কাজ।
মিরপুর সড়কের এ বেহাল দশার কারণে কল্যাণপুর সড়কে বেড়েছে ব্যক্তিগত গাড়ির চাপ। তাই কল্যাণপুর থেকে আসাদগেট আসতেই লেগে যাচ্ছে কয়েক ঘণ্টা।
এছাড়াও বাংলামটর থেকে মগবাজার পর্যন্ত সড়কের একপাশ কেটে চলছে সুয়ারেজ লাইন বসানোর কাজ। এসব সড়কে গাড়ি চলাচলে বাধার কারণে পুরো শহরে মাকড়সার জালের মতো ছড়িয়ে পরছে যানজট। বাড়েই চলছে জনভোগান্তি।
সড়কে কোন বাস চলতে পারছে না। বাসগুলোর চাপ তৈরি হয়েছে আশপাশের অন্যান্য সড়কে। যা চেইর রিয়াকশনের মতো ছড়িয়ে পরছে বিভিন্ন সড়কে।
এমন যখন পরিস্থিতি, তখন যানজট সহনীয় করতে বিকল্প কোন উদ্যোগ নিচ্ছে না কর্তৃপক্ষ। সংশ্লিষ্টরা মনে করছেন, বড় উন্নয়ন প্রকল্পগুলো শেষ না হলে যানজটের ভোগান্তি কমবে না।