সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় একটি ভাড়া বাড়ি থেকে প্রবাসী স্বামী ও তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত দুজনের মধ্যে স্বামী সাইদুল মণ্ডল ফাঁস দিয়ে এবং স্ত্রী শাহনাজ পারভীন ববি বিষপান করে।
পারিবারিক কলহের জেরে তারা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে নিশ্চিন্তপুর এলাকার শামসুল হকের বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত দম্পতি হলেন, নওগাঁর বান্দা থানার চককেশবপুর মণ্ডলপাড়া এলাকার সামাদ মণ্ডলের ছেলে সাইদুল মণ্ডল (৩২) ও সাইদুলের স্ত্রী শাহনাজ পারভীন ববিতা (২৪)।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) কাজী নাছের জানান, নিহত সাইদুল বিদেশে থাকতেন। কিছু দিন আগে তিনি দেশে এসেছেন। তার স্ত্রী ববিতা শামসুল হকের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় আল-মুসলিম পোশাক কারখানায় চাকরি করতেন।মঙ্গলবার স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে ওই এলাকার একটি বাড়ির টিনশেড কক্ষ থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে তারা আত্মহত্যা করেছেন। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে পাঠানো হয়েছে।