ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান জানিয়েছেন, বাংলাদেশ থেকে এবছর ৫৭ হাজার ৮শ ৫৬ জন হজে যেতে পারবেন।
বুধবার (১৩ এপ্রিল) ধর্ম প্রতিমন্ত্রীকে উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আনোয়ার হোসাইন।
তিনি বলেন, বাংলাদেশ থেকে কতজন হজে যেতে পারবেন সেই সংখ্যা ঠিক হলেও সৌদি সরকারের সঙ্গে চুক্তি স্বাক্ষর কবে হবে, খরচ কেমন হবে, সেসব বিষয়ে কিছু বলেননি প্রতিমন্ত্রী।
এদিকে দেশে সরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৬০৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫১ হাজার ৮৮২ জন, অর্থাৎ মোট ৫৪ হাজার ৪৮৭ জন হজের জন্য নিবন্ধন করে রেখেছেন।
এ বিষয়ে আনোয়ার হোসাইন বলেন, নিবন্ধন স্বয়ংক্রিয় পদ্ধতিতে হয়, এখানে কারো কোন হাত নেই, যার সিরিয়াল আগে তারাই আগে হজ করার সুযোগ পাবেন। এই নিবন্ধনের সিরিয়াল থেকেই হজে যাবেন।
গত শনিবার সৌদি আরবের সরকারি সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, এবার ১০ লাখ মুসলমানকে হজ পালনের অনুমতি দেওয়া হবে। তবে ৬৫ বছরের বেশি বয়স্করা এ সুযোগ পাবেন না। সাধারণত প্রতিবছর ২৫ লাখ মুসলমান এ সুযোগ পান।