Saturday , 20 April 2024
শিরোনাম

করোনায় মৃত্যু ৩৪, শনাক্ত ৪৭৪৬

দেশে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৭৪৬ জনের। এ নিয়ে দেশে করোনা মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ১৯ হাজার ১০২ জনের এবং এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ২৮ হাজার ৮৭২ জন।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৩৪ হাজার ১৭৫টি নমুনা পরীক্ষায় ৪ হাজার ৭৪৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৪ জনের মধ্যে ২১ জন পুরুষ ও ১৩ জন নারী। তাদের মধ্যে ২১ জন ঢাকার, ২ জন চট্টগ্রামের, ১ জন রাজশাহী, ২ জন খুলনার, ৪ জন বরিশালের, ২ জন সিলেটের ও ২ জন রংপুরের।

এর আগের ২৪ ঘণ্টায় (সোমবার) দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৯ জনের মৃত্যু হয় এবং নতুন করে ৪ হাজার ৬৯২ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ১৩ দশমিক ৫৩ শতাংশ।

Check Also

ওমরাহ থেকে ফেরার সময় নির্ধারণ করে দিল সৌদি আরব

হজ শুরুর আগে যারা ওমরাহ পালন করতে গিয়েছেন তাদের ফিরে যাওয়ার জন্য সময়সীমা নির্ধারণ করে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x