Saturday , 20 April 2024
শিরোনাম

করোনা শনাক্তের হার ১২ শতাংশের বেশি

দেশে গত ২৪ ঘণ্টায় ৫২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১২ দশমিক ৭২ শতাংশ। এ সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।

এর আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ৯ দশমিক ৬৬ শতাংশ। গত ২০ জুলাই শনাক্তের হার ছিল ১২ দশমিক ২০ শতাংশ।

রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ৪৬৮ জন ঢাকা বিভাগের, ১৫ জন ময়মনসিংহের, ৭ জন চট্টগ্রাম বিভাগের, ১৯ জন রাজশাহী বিভাগের, ২ জন রংপুর বিভাগের, ৯ জন খুলনা বিভাগের, ৫ জন বরিশাল বিভাগের ও ২ জন সিলেট বিভাগের।

দেশে গত আগস্টের শুরুর দিকে করোনা শনাক্তের হার কমতে শুরু করে। এরপর গত ২ সেপ্টেম্বর ৬ শতাংশের ওপর উঠে আসে শনাক্তের হার। ৫ সেপ্টেম্বর শনাক্তের হার ছিল ৬ দশমিক ৬৮ শতাংশ। এরপর থেকেই করোনা শনাক্তের হার ক্রমান্বয়ে বাড়ছে।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ১৭ হাজার ৬১৪ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৩৩৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১৫৪টি নমুনা পরীক্ষা করা হয়।

এই সময়ে করোনা আক্রান্ত ২৮৪ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৬০ হাজার ৬১৫ জন।

Check Also

অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ করে দেয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত জানিয়েছেন, দেশে প্রতিষ্ঠিত গণমাধ্যমের অনলাইন, অনলাইনের জন্য নিবন্ধিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x