ডেস্ক রিপোর্ট: কাঞ্চননগর শাহসুফি মমতাজিয়া জাহাঁগিরিয়া দরবার শরীফে পবিত্র ঈদে মিলাদুন্নবীকে সরকারী ভাবে অনুমোদন দেওয়াই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বক্তারা বলেন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী ধর্ম বান্ধব সরকার, মানবতার কল্যানে কাজ করে যাওয়াই হচ্ছে প্রত্যোক ধর্মের ধর্মীয় কাজ,ধর্মীয় অনুসাশন মেনে চললে মাদক সন্ত্রাস,ও জঙ্গিবাদ থেকে দুরে থাকা যাই। ১২ রবিউল আওয়াল জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন উপলক্ষে আজ সকালে চন্দনাইশ উপজেলার ঐতিহ্যবাহী কাঞ্চননগর শাহসুফি মমতাজিয়া জাহাঁগিরিয়া দরবার শরীফের উদ্যোগে বিশ্বনবী হযরত মোহাম্মদ মোস্তফা (স.)-এর পবিত্র জন্মদিন উপলক্ষে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (স.) এক শোভাযাত্রা চন্দনাইশের কাঞ্চননগর থেকে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দরবার শরীফে এসে শেষ হয়। জুলুছের সভাপতিত্ব করেন পীরে তরিকত আল্লামা সৈয়দ মোহাম্মদ আলী মমতাজী। এতে আরো দেশবরেণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।