আকবর হোসেন বাচ্চু, কাতার প্রতিনিধিঃ কাতারে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান ও অভিবাসী কর্মীদের স্বার্থ বিবেচনায় এই মেয়াদ বাড়ানোর উদ্যোগ বলে এক বিবৃতিতে জানিয়েছেন কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
দেশটিতে বিভিন্ন কারনে অবৈধ হওয়া ব্যক্তিরা আগামী ৩০ এপ্রিল সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হওয়ার আগে ৫০ শতাংশ জরিমানা মাফ পাবেন। এবং অবৈধ অভিবাসীরা আগামী ৩০ এপ্রিলের আগে আবেদন করতে হবে।
অবৈধ অভিবাসীরা সালোয়া রোডে অবস্থিত কাতার পুলিশের সার্চ এন্ড ফলোআপ ডিপার্টমেন্ট অথবা দেশটির উম সালাল, আল রাইয়ান, মেসাইমির, আল ওয়াকরা বা উম সানিমের যেকোনো সেবা কেন্দ্রে সরাসরি অবেদন করতে পারবেন।
বিবৃতিতে আরও জানানো হয় প্রতিদিন দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সেবা কেন্দ্র গুলো খোলা থাকবে।
অবৈধ অভিবাসীরা চাইলে এই সুযোগে বর্তমান কোম্পানিতে আইডি রি-নিউ এবং নতুন করে বৈধ হওয়ার সুযোগ নিতে পারবেন।
এই দিকে কাতার সরকারের এরকম উদ্যোগ কে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।