বিনোদন সংবাদ :
কিংবদন্তী সংগীতশিল্পী রুনা লায়লার জন্মদিন
আজ পাঁচ দশকেরও বেশি সময়ের সংগীত ক্যারিয়ার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার। দেশের একমাত্র শিল্পী হিসেবে গেয়েছেন ১৮টি ভাষার গান।
বুধবার (১৭ নভেম্বর) উপমহাদেশের প্রথিতযশা শিল্পী রুনা লায়লার ৭১ তম জন্মদিন, আজ ৭২ পা – রেখেছেন এই গুণী শিল্পী । বিশেষ এই দিনটিকে ঘিরে সামাজিক মাধ্যমে ভক্ত-অনুরাগী, গানসংশ্লিষ্ট কাছের মানুষ ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা-শুভকামনায় সিক্ত হচ্ছেন কিংবদন্তি এই গায়িকা।
ছবিতে দেখা যাচ্ছে, আকাশ মিডিয়া ভুবনের চেয়ারম্যান
ই এম আকাশ এর সাথে বিশেষ মুহূর্ত, ছবিটির প্রসঙ্গে
আকাশ মিডিয়া ভুবনের চেয়ারম্যান ই এম আকাশ জানান, ২০১৩ সালে আকাশ মিডিয়া ভুবনের একটি বিশেষ ডকুমেন্টারিতে
শুটিং করার সময় ছবিটি তুলেছেন ফটোগ্রাফার রাজীব , অবশ্য ডকুমেন্টারিটির নাম ছিল
দোহার পথে ১-৬ টি পর্ব পর্যন্ত ছিল, এ বিশেষ ডকুমেন্টারিটি প্রচারিত হয় চ্যানেল আইতে ২০১৩ সালে৷
ই এম আকাশ বলেন গুণী শিল্পী রুনা লায়লার সাথে যতক্ষণ আমি কথা বলেছি
মনে হচ্ছে আমি ওনার থেকে অনেক কিছু শিখতে পেরেছি , তিনি অনেক ভালো একজন মনের মানুষ ও শিল্পী, আজ তার জন্মদিনে
আকাশ মিডিয়া ভুবন পরিবারের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাই ৷
১৯৫২ সালের এইদিনে সিলেটে জন্মগ্রহণ করেন রুনা লায়লা। বাংলাদেশে চলচ্চিত্র, পপ ও আধুনিক সংগীতের জন্য বিখ্যাত তিনি। তবে বাংলাদেশের বাইরে গজলশিল্পী হিসেবে দক্ষিণ এশিয়ার অন্য দেশে তার সুনাম আছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে থেকেই তিনি চলচ্চিত্রের গায়িকা হিসেবে কাজ শুরু করেন।
ছবি : আকাশ মিডিয়া ভুবন, ইভেন্ট ২০১৩ দোহা কাতার৷