Imam Hossain
সাকিবুর রহমান কানন, লেখাপড়া করছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির, ডিপার্টমেন্ট অফ ইনোভেশন এন্ড এন্ট্রেপ্রেনিউরশীপ এর ২য় বর্ষে। কিন্তু এর মাঝেই দাড় করিয়েছে নিজের আইটি বিজনেস, নিমোসফট। নিমোসফট একটি ওয়ানস্টপ ডিজিটাল সার্ভিস প্লাটফর্ম। যেখানে, ক্ষুদ্র এবং মাঝারি বিজনেস গুলোর জন্য বিভিন্ন ধরনের ডিজিটাল সেবা যেমন: ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন সহ মোট ৮টি সেবা দিয়ে থাকে।
নিমোসফট শুধু দেশের এসএমই বিজনেসই না বরং দেশের বাইরের ইউরোপ, আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের অনেক দেশে এই ডিজিটাল সেবা দিয়ে আসছে গত ৬ মাস ধরে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জার্মানি, আমেরিকা, সৌদিআরব,বাংলাদেশ সহ বিশ্বের বহু দেশে নিমোসফট এর কার্যক্রম চলমান রয়েছে। এখন পর্যন্ত নিমোসফট দেশি বিদেশি ৩০+ কোম্পানীকে ডিজিটাল সার্ভিস দিয়েছে মাত্র ৬ মাসের ভিতরে।
সাকিবের বয়স মাত্র ১৯ বছর কিন্তু কিভাবে এই অল্প বয়সে সে নিজের আইটি বিজনেস গড়ে তুললো চলুন জেনে নিই সেই গল্প।
সাকিবের জন্ম ২০০৩ সালে মেহেরপুর জেলার গাংনী থানা অন্তর্গত, সাহারবাটি গ্রামে। গ্রামের প্রাইমারি স্কুল থেকেই লেখাপড়ার হাতেখড়ি। ছোটকাল থেকেই লেখাপড়ায় বেশ ভালো সাকিব। PEC এবং JSC পরীক্ষাতে স্কলারশিপ সহ জিপিএ ৫ এবং এসএসসি, এইচএসসি তে জিপিএ ৫ পেয়ে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হয়। কিন্তু ছোট থেকেই সাকিবের প্রযুক্তির প্রতি যেন এক অন্য রকম আগ্রহ ছিলো।
ছোট বেলায় নতুন কোন গ্যাজেট হাতে পেলেই তা খুলে নিজেই বানানোর চেষ্টা করতো তা থেকে অন্য কিছু। যখন প্রথমবার তার বাবার থেকে একটি ল্যাপটপ পায়, সেটা থেকে কিভাবে ইনকাম করা যায় এই উপায় খুজতে শুরু করে ইন্টারনেটে। সাকিবের অনলাইন থেকে প্রথম ইনকামের সূচনা হয় ২০১৭ সালে মাত্র ১০$ ডলার দিয়ে।
সাকিব প্রথমে অনলাইনে অনলাইনে ব্লগিং থেকে ইনকাম এর চেষ্টা করে। কিন্তু কিছু সময় পরেই বুঝতে পারে, এই স্কিল দিয়ে সে বেশিদূর এগুতে পারবেনা। তাই, পরে নিজেকে ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন এবং অ্যাপ ডেভেলপমেন্টে স্কিলড করে তোলে।
এরপর বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেস যেমন: ফাইভার, আপওয়ার্কে কাজ শুরু করে। বেশ কিছু বছর অনলাইন মার্কেটপ্লেস গুলোতে কাজ করে সাকিব বুঝতে পারে এখানে এসএমই গুলোর জন্য অনেককিছু করার জায়গা আছে। তাই পরবর্তীতে ২০২৩ সালে সিদ্ধান্ত নেয় নিজের ডিজিটাল এজেন্সি নিমোসফট শুরু করার। বর্তমানে নিমোসফটে ৫জন সহকর্মী সহ সাকিব নিজেও ফুল টাইম কাজ করছে।
ডিজিটাল এজেন্সি ছাড়াও সাকিব ছোট থেকেই আরো নানান কাজের সাথে যুক্ত। যেমন: ২০১৯-২০২১ এর উপজেলা এবং জেলা পর্যায়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের চ্যাম্পিয়ন। ২০১৯ এর জাতীয় বিজ্ঞান কুইজ অলিম্পিয়াড এর বিভাগীয় রাউন্ডে ৫ম স্থান অধিকারী। KidsRight.Org এর একজন চেঞ্জমেকার। ২০২৩ এর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আয়োজিত স্টার্টআপ কম্পিটিশন ” DIU Accelerator Cup” এর ২য় রানার আপ। এবং Startup Huddle – Dhaka Chapter এর চ্যাম্পিয়ন। এছাড়াও সাকিবের ঝুলিতে রয়েছে একাডেমিক অনেক পুরষ্কার।
সাকিব স্বপ্ন দেশে নিমোসফট হবে দেশের এবং দেশের বাইরের এসএমই বিজনেস গুলোর ডিজিটাল সেবার একমাত্র সলিউশন। এই উদ্দেশ্যে সাকিব এবং নিমোসফট টিম কাজ করে যাচ্ছে রাতদিন।