রংপুর ব্যুরো: রংপুর বিভাগের লালমনিরহাটের আদিতমারী এলাকায় কুপিয়ে হত্যা করে অটো মিশুক ছিনতাই এর চাঞ্চল্যকর ক্লুলেস ঘটনার রহস্য উন্মোচন এবং গাজীপুর কোনাবাড়ি থেকে র্যাব-১৩ ও র্যাব-১১ এর যৌথ অভিযানে ৪ জন আসামীকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার বিকালে র্যাব ১৩ কার্যালয়ে এক প্রেসব্রিফিং এ তথ্য অধিনায়কের পক্ষে নিশ্চিত করেন,সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অফিসার মাহামুদ বশির আহম্মেদ।
জানা গেছে, গত ২১ আগস্ট লালমনিরহাট জেলার আদিতমারী থানার সারপুকুর এলাকায় ডাকাতপাড়া ব্রীজের নিচে ভেটেশ্বর নদীতে অটোমিশুক চালক ভিকটিম আঃ রাশিদ (৪৪) এর মৃতদেহ পাওয়া যায়। ঘটনাটি স্থানীয় এবং জাতীয় সংবাদ মাধ্যমে প্রচারিত হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভিকটিমের ভাই আঃ রশিদ(৫২) জানায় ভিকটিমের ছোট ছেলে আদিতমারি বুড়ির বাজারে মাদ্রাসায় পড়াশুনা করে।
র্যাব-১৩ গোপন সংবাদের ভিত্তিতে গত ২৩ আগস্ট রাত ৯টায় র্যাব-১১ এর সহায়তায় গাজীপুর কোনাবাড়ী এলাকা হতে ক্লুলেস হত্যা মামলার ০৪ জন আসাম কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন,-মোঃ মমিনুল ইসলামের ছেলে মোঃ সিরাজুল ইসলাম (১৬),পিতা-মৃত মোন্তাজ আলীর ছেলে মোঃ শামসুল হক @ বাবু (৩২), পিতা-আব্দুল মতিনের ছেলে মোস্তাফিজুর রহমান @ মুন্না (১৭), নাজিম উদ্দীনের ছেলে মোঃ মোমিনুল ইসলাম (৪৫), সর্ব সাং-খারুভাজ (বালাপাড়া), থানা-আদিতমারি, জেলা-লালমনিরহাট।