কুমিল্লার মুরাদপুর গ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত
কুমিল্লা জেলা চান্দিনা থানার মুরাদপুর গ্রামে আজ এক মহতী উদ্যোগ হিসেবে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ কর্মসূচির মাধ্যমে গ্রামীণ জনগণ চিকিৎসাসেবা এবং রক্তদানের বিষয়ে সচেতন হওয়ার সুযোগ পান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজী শাহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুটুম্বপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল আলিম এবং মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: তোফাজ্জল হক ও সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল আলিম।
বিশেষ অতিথি ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক রেহেনা পারভিন, এলাকার সুপরিচিত চিকিৎসক ডা. মোঃ আব্দুল্লাহ আল মামুন, প্রবাসী সমন্বয়ক মোঃ জিয়াউর রহমান।
ক্যাম্পে সকাল থেকে বিকেল পর্যন্ত গ্রামের নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। প্রায় ৭০ জন রোগী প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্যসেবা গ্রহণ করেন এবং ১১০ জন সম্ভাব্য ব্লাড ডোনারকে শনাক্ত করা হয়। ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা অংশগ্রহণকারীদের স্বাস্থ্য সচেতনতা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং রক্তদানের গুরুত্ব সম্পর্কে দিকনির্দেশনা দেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, গ্রামের মানুষের জন্য এ ধরনের ক্যাম্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা উল্লেখ করেন যে, গ্রামের মানুষ অনেক সময় অর্থাভাব ও সচেতনতার অভাবে নিয়মিত স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারে না। এ উদ্যোগের মাধ্যমে শুধু বিনামূল্যে সেবা দেওয়া হয়নি, বরং রক্তদানের একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরির দিকেও বড় পদক্ষেপ নেওয়া হলো।
সভাপতি কাজী শাহিদুল ইসলাম বলেন, “মানুষের সেবা করা আমাদের নৈতিক দায়িত্ব। আজকের এই মেডিকেল ক্যাম্পে গ্রামীণ জনগণের যে অংশগ্রহণ দেখা গেল, তা প্রমাণ করে সবাই সচেতন হচ্ছে। আমরা চাই নিয়মিতভাবে মুরাদপুরসহ আশপাশের এলাকায় এ ধরনের কর্মসূচি আয়োজন করতে।”
প্রধান অতিথি আব্দুল আলিম বলেন, “শিক্ষা ও স্বাস্থ্য হলো সমাজের উন্নয়নের দুটি প্রধান ভিত্তি। আমরা যদি শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ জনগণকে স্বাস্থ্যসেবায় সচেতন করতে পারি, তবে প্রকৃত অর্থে সমাজকল্যাণ সম্ভব হবে।”
এছাড়া ডাক্তার মোঃ আব্দুল্লাহ আল মামুন উপস্থিত সবাইকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করার পরামর্শ দেন। তিনি বলেন, “রক্তের গ্রুপ জানা প্রতিটি মানুষের জন্য জরুরি। বিশেষ করে দুর্ঘটনা বা জরুরি পরিস্থিতিতে তা জীবন বাঁচাতে সহায়তা করে।”
অনুষ্ঠানে গ্রামবাসী আনন্দের সঙ্গে অংশগ্রহণ করেন এবং অনেকেই আগ্রহ প্রকাশ করেন নিয়মিত রক্তদাতা হিসেবে যুক্ত হওয়ার।
প্রবাসী সমন্বয়ক মোঃ জিয়াউর রহমান প্রবাসীদের পক্ষ থেকে বলেন, “আমরা যারা দেশের বাইরে থাকি, তারাও চাই গ্রামবাসীর পাশে দাঁড়াতে। এ ধরনের সামাজিক ও মানবিক উদ্যোগে আমরা সবসময় সহযোগিতা করব।”
মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হক শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির ওপর জোর দিয়ে বলেন, “ছোটবেলা থেকেই শিশুদের স্বাস্থ্য পরিচর্যা ও রক্তদানের গুরুত্ব বোঝানো হলে আগামী প্রজন্ম হবে আরও মানবিক।”
দিনব্যাপী ক্যাম্পে গ্রামজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। সকলের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয় এবং উপস্থিতরা এ ধরনের আয়োজনকে নিয়মিত করার আহ্বান জানান।