কুষ্টিয়া প্রতিনিধিঃ
কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ নাসির উদ্দিনের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২৫০ গ্রাম গাজা সহ শীর্ষ মাদক ব্যবসায়ী জহিরের স্ত্রী মালা খাতুন অরফে কুটিকে আটক করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার গভীর রাতে শহরের কুঠিপাড়া জহিরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, কুঠিপাড়া এলাকায় মাদক ব্যবসায়ী জহিরের বাড়িতে মাদক বেচাকেনা চলছে এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান পরিচালনা করে জহিরের স্ত্রী মালা খাতুনকে ২৫০ গ্রাম গাজা সহ আটক করে।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী জহির পালিয়ে যায়। মাদক ব্যবসায়ী জহির কুঠিপাড়া এলাকার মকবুল হোসেনের ছেলে। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে এবং সে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানায় আটককৃত ও পলাতক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের হয়েছে।