ঐতিহ্যবাহী কুষ্টিয়া সরকারি কলেজ প্রতিষ্ঠার ৭৫ বছর পূর্তি উপলক্ষে স্মারক গ্রন্থ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। কলেজের বর্তমান, প্রাক্তন, শিক্ষক, কর্মকর্ত, কর্মচারী এবং শিক্ষার্থীদের কাছ থেকে আগামী ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখের মধ্যে লেখা আহবান করা যাচ্ছে।
লেখা পাঠানোর নিয়মাবলী
১. লেখা অনাধিক তিন হাজার শব্দের মধ্যে হতে হবে।
২. Sutonny MJ ফন্টে কম্পোজ করা লেখা এমএস ওয়ার্ড ফাইলসহ পিডিএফ আকারে পাঠাতে হবে।
৩. লেখা কলেজ সম্পকির্ত হওয়া আবশ্যক। লেখায় ব্যবহৃত মতামত ও তথ্য-উপাত্তের দায় লেখকের নিজের। প্রয়োজনীয় ক্ষেত্রে তথ্যসূত্র উল্লেখ করতে হবে।
৪. লেখার জন্য কোন প্রকার সম্মানী প্রদান করা হবে না। লেখা প্রকাশরে ক্ষেত্রে সম্পাদনা পরিষদের সিদ্ধান্তই চূড়ান্ত।
৫. লেখকের পূর্ণ নাম, ঠিকানা, পদবী, ই-মেইল ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।
৬. লেখা পাঠানোর ই- মেইল : kgcdiamondjubilee@gmail.com, মোবাইল : ০১৭১৬-১০৫৬৪৬,
শুভেচ্ছান্তে, প্রফেসর কাজী মনজুর কাদির, অধ্যক্ষ, কুষ্টিয়া সরকারি কলেজে, কুষ্টিয়া।