মোঃ নাহিদুল ইসলাম হৃদয়, মানিকঞ্জ:
মানিকগঞ্জের সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের নবগ্রাম আশ্রয়ণ প্রকল্পের সামনে ফসলি জমির মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে। এর ফলে একদিকে নষ্ট হচ্ছে কৃষকের আবাদকৃত বোরো ধান ও ফলন সহ ভুট্টা। অপর দিকে ধ্বংস হচ্ছে এলাকার দুটি বিদ্যালয় ও একটি বাজারে যাতায়াতের একমাত্র কাঁচা রাস্তাটি।
গত দুই সপ্তাহ যাবত রাতের আঁধারে কৃষি জমিতে তিনটি ভেকু বসিয়ে রাতের আধারে মাটি কাটছেন মহিদুর নামের এক মাটি ব্যবসায়ী। আর এই মাটি বিক্রি হচ্ছে বিভিন্ন ইটভাটায়।
অভিযোগ, এলাকার কৃষকদের বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীর ভয় দেখিয়ে ফসলি জমি নষ্ট করে মাটি কাটা হচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, রাতের আঁধারে ট্রাকভর্তি মাটি পরিবহনের ফলে রাস্তাটি প্রায় ভেঙ্গে যাওয়ার উপক্রম হয়ে গেছে। এই রাস্তার পাশেই নির্মিত হচ্ছে সরকারি আশ্রয়ণ প্রকল্প। আর এলাকার দুটি বিদ্যালয় ও একটি বাজারে যাতায়াতের একমাত্র রাস্তা এটি।
ভুক্তভোগী কৃষকরা বলেন, মাটি ব্যবসায়ী রাজনৈতিক নেতাদের ভয় দেখিয়ে চলমান ভুট্টা খেতের মাঝখানে ভেকু দিয়ে মাটি কাটা হচ্ছে। ভেকু দিয়ে মাটি কাটার ফলে রোপনকৃত বোরোধানের ক্ষেত ভেঙে পড়ছে। এতে আমাদের কষ্টে ফলানো ফসল নষ্ট হচ্ছে। অথচ আমরা এই মাটি ব্যবসায়ীর বিরুদ্ধে কথা বলার সাহস পাচ্ছি না।
মাটি ব্যবসায়ী মহিদুরের সাথে মুঠোফেনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি অনুমোদন নিয়ে মাটির ব্যবসা করছি। সবাইকে ম্যানেজ করেই ব্যবসা করতে হয়।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা , এই ব্যাপারে আমি এখনও কোন লিখিত অভিযোগ পাইনি। সরেজমিনে গিয়ে তদন্তপূর্বক মাটি ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।