Saturday , 20 April 2024
শিরোনাম

ক্যালিফোর্নিয়ায় গোলাগুলি, দুই পুলিশ অফিসারসহ নিহত ৩

#দক্ষিণ ক্যালিফোর্নিয়া শহরের এল মন্টেতে মঙ্গলবার এক গোলাগুলির ঘটনায় দুজন পুলিশ এবং একজন অজ্ঞাত ব্যাক্তি নিহত হয়েছেন। ছুরিকাঘাতের ঘটনায় এগিয়ে গেলে ঘটনাস্থলে গোলাগুলিতে এ হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ একটি বিবৃতিতে জানিয়েছে, এল মন্টেতে একটি সম্ভাব্য ছুরিকাঘাতের খবর পেয়ে আহতকে উদ্ধারে ঘটনাস্থলে যায়। পরে তৎক্ষণাৎ গোলাগুলিতে দুই পুলিশ ও একজন অজ্ঞাত ব্যক্তি মারা যায়। এল মন্টে শহর এই দুঃখজনক ঘটনায় দুঃখভারাক্রান্ত। দুই পুলিশ অফিসারকে হত্যার জন্য আমরা দুঃখিত এবং হতবাক।

লস অ্যাঞ্জেলস কাউন্টি শেরিফ বিভাগ জানায়, গোলাগুলিতে সন্দেহভাজন একজন অজ্ঞাত ব্যাক্তি নিহত হয়েছেন।

পুলিশ কর্মকর্তাদের নাম তৎক্ষণাৎ জানা যায় নি। তবে স্থানীয় মিডিয়া জানায় পুলিশ দুজনের একজন ২২ বছর ধরে এবং অন্যজন ১ বছরের কম সময় ধরে এল মন্টে পুলিশ বিভাগে সেবা দিচ্ছিল।

এদিকে গত মাসে উভালডে ইলেমেন্টারি স্কুলে আগ্নেয়াস্ত্র দিয়ে ১৯ জন শিশু এবং ২ জন শিক্ষককে হত্যা এবং বাফেলো নিউ মার্কেটে ১০ জন গণহত্যার পর অস্ত্র সহিংসতার তদন্ত চলছে।

Check Also

ওমরাহ থেকে ফেরার সময় নির্ধারণ করে দিল সৌদি আরব

হজ শুরুর আগে যারা ওমরাহ পালন করতে গিয়েছেন তাদের ফিরে যাওয়ার জন্য সময়সীমা নির্ধারণ করে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x