খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের ২১ ব্যাচের নবীনবরণ

অন্যান্য

খুলনা প্রতিনিধি– খুলনা বিশ্ববিদ্যালয়ের ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের ২১ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ রবিবার (৬ মার্চ২০২২) সকাল ১১টায় আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ নাসিফ আহসান। বিশেষ অতিথি ছিলেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মোঃ শরীফ হাসান লিমন। সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান মোঃ হাসান হাওলাদার। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অর্থনীতি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. খান মেহেদী হাসান, ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মোঃ জোবায়ের হোসেন, সহকারী অধ্যাপক বায়জিদ খান ও প্রভাষক ফারহানা হক। শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন সায়াদ বিন মোস্তফা ও অলব্রাইট বাড়ই।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের ২০ ব্যাচের শিক্ষার্থী শাকিল উদ্দিন রিমন ও বিজুরিয়া ইসলাম। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়। এ উপলক্ষ্যে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *