খুলনা কারাগারে হাজতি বন্দি মো. রফিকুল ইসলাম বাবুর সঙ্গে আরেক বন্দি সুখমনির বিয়ে সম্পন্ন হয়েছে।
রোববার (১০ এপ্রিল) দুপুরে খুলনা কারাগারের অফিস কক্ষে হাইকোর্টের নির্দেশনা মোতাবেক ভিকটিম সুখমনি (১৫) এবং হাজতি বন্দি মো. রফিকুল ইসলাম বাবুর (৩৯) সাথে রেজিস্ট্রারের উপস্থিতিতে বিবাহকার্য সম্পন্ন হয়।
রফিকুল ইসলাম বাবু খুলনা সদর থানাধীন রায়পাড়া এলাকার মৃত আব্দুল হামিদ মোল্যার ছেলে এবং সুখমনি একই এলাকার মৃত গনি মোড়লের মেয়ে।
খুলনা কারাগারের ডেপুটি জেলার মো. ফখরউদ্দিন জানান, হাইকোর্টের নির্দেশে উভয়ের বিয়ের কাজ সম্পন্ন করা হয়েছে। এ সময় বর-কনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা যায়, রফিকুল ইসলাম বাবু দিনমজুর হিসাবে কাজ করত। তার বিরুদ্ধে কসমস ক্লাব এলাকার মৃত গণি মোড়লের মেয়ে সুখমনি ধর্ষণের ঘটনায় ২০২০ সালের ১৪ ডিসেম্বর মামলা হয়। মামলার তিন দিন পর থেকেই তিনি জেলা কারাগারে ছিলেন। পাশাপাশি সুখমনি ছিল বাগেরহাটের সেফ হোমে।
সম্প্রতি হাইকোর্ট সুখমনি ও মো. রফিকুল ইসলাম বাবুর বিয়ের নির্দেশনা দেন।