হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা প্রতিনিধি; বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিনের কৃষি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের পাশে কৃষিতে আধুনিকরণ ও যান্ত্রিক করণ বিষয়ক তিনদিনের কৃষি মেলার স্থানীয় কৃষকদের উদ্বুদ্ধকরণ ও কৃষিতে আরও উৎসাহ যোগাতে এ মেলার আয়োজন করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অফিসের আয়োজনে তিন দিনের কৃষি মেলার সমাপনী অনুষ্ঠানে কৃষকদের উৎপাদিত বিভিন্ন ফসলের প্রদর্শনের পুরস্কার স্বরূপ পাঁচজন উদ্যোক্তা ও কৃষককে পুরস্কৃত করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সবুজ কুমার সাহার সভাপতিত্বে উক্ত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন রত্ন। শোমসপুর আবু তালেব ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের সদস্য জিল্লুর রহমান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া -৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এর উদ্বোধনী অনুষ্ঠানের মেলার ২০ টি স্টলের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে ৩ টি স্টল কে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানের সঠিকভাবে তিন দিনের কৃষি মেলা সম্পন্ন করায় উপস্থিত কৃষক ও উপজেলা কৃষি উপ সহকারী কর্মকর্তা সহ অফিসের সকলকে ধন্যবাদ জানানো হয়।