খোকসায় ভেজাল গুড় উৎপাদন কারির ভ্রাম্যমান আদালতে জরিমানা
কুষ্টিয়া প্রতিনিধিঃ
কুষ্টিয়ার খোকসা উপজেলার মোড়াগাছা নামক স্থানে ভেজাল গুড় উৎপাদনকারী মোঃ শরিফুল ইসলাম কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এর ২০০৯ এর ৪৩ ধারা মোতাবেক ২০ হাজার টাকা জরিমানা ও কারখানাটি বন্ধ ঘোষণা করেছে ভ্রাম্যমান আদালত।
শুক্রবার রাত ৯ টার সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি এবং ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসহাক আলী এ আদেশ প্রদান করেন।
জানাগেছে স্থানীয় সাংবাদিকদের সংবাদ প্রকাশের প্রেক্ষিতে খোকসা থানা পুলিশের এসআই সাইদুল ইসলামের অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার রাত ৯ টার সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউনিয়নের খোকসা ইউনিয়নের মোড়াগাছা গ্রামের মৃত রেফাজ উদ্দিন মোল্লার ছেলে শরিফুল ইসলাম (৫১) কে ভেজাল গুড় উৎপাদন উৎপাদন এর দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় অভিযুক্ত করে ২০ হাজার টাকা নগদ অর্থ প্রদান করেন এবং কারখানাটি সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেন।