কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ
আইনের শাসন প্রয়গে খোকসা বাসীর নিরাপত্তা নিশ্চিত করবো। সকলকে আইনের কাছে সমান হিসাবে চিহ্নিত করি। জনপ্রতিনিধিদের সহযোগিতায় একমাত্র আইন-শৃঙ্খলা রক্ষা করা সম্ভব। রবিবার সকাল ১১ টায় কুষ্টিয়ার খোকসা উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা সভায় সভাপতির বক্তৃতায় খোকসা উপজেলা নির্বাহি অফিসার রিপন বিশ্বাস এ কথা বলেন।
উপজেলার মধ্যে বয়ে যাওয়া গড়াই নদীর ঘাটে যারা কে কেন্দ্র করে বিভা ওমান দুই গ্রুপের মধ্যে বিভিন্ন সমস্যা তুলে ধরে আইন-শৃঙ্খলা মিটিংয়ের থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ মোঃ আশিকুর রহমান বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগের দু’গ্রুপের বিবাদমান দ্বন্দ্বে আমরা চাকরিজীবী কর্মকর্তারা অনেকটাই কোনঠাসা। জনপ্রতিনিধিদের সহযোগিতা ছাড়া কখনই আইন-শৃঙ্খলা রক্ষা করা সম্ভব নয়।
মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল আখতার, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা ও ইসরাত জাহান পুনম, জানিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীগণ।