হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসা উপজেলা প্রাণিসম্পদ অফিসের ৬০ জনকে খামারিদের মাঝে পোল্ট্রি ফিড ও উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রাণিসম্পদ অফিস কার্যালয়ের সামনে উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাসের সভাপতিত্বে উক্ত পোল্ট্রি ফিড ও উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বাবুল আখতার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহীনা বেগম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ সবুজ কুমার সাহা, বিআরডিবি কর্মকর্তা ইয়ারুল ইসলাম ও প্রাণিসম্পদ সার্জেন্ট ডা. মোঃ জাকির হোসেন। ২০২২-২৩ অর্থবছরে প্রাণিসম্পদ অফিস কর্তৃক পোল্ট্রি ফার্মের সম্প্রসারণ ও খামারিদের লভ্যাংশ বৃদ্ধিকল্পে উপজেলা প্রাণিসম্পদ অফিস কর্তৃক উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে ৬০ জন খামারীকে ৫০ কেজি পল্টি ফিট বিনামূল্যে বিতরণ করা হয়। এসময় উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে ৬০ জন পোল্ট্রি খামারিরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।