খোকসার জাতির জনকের জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

সারাদেশ

কুষ্টিয়া জেলা প্রতিনিধি: জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে খোকসা উপজেলা প্রশাসন ও খোকসা রুরাল হেলথ কেয়ার এন্ড রিসার্চ সেন্টার এর যৌথ উদ্যোগে আমবাড়িয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গনে একটি বিশেষ ফ্রি মেডিকেল ডায়াবেটিস নির্ণয় ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। শনিবার সকালে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আমবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকমাল হোসেন মন্ডল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুরাল হেলথ কেয়ার এন্ড রিসার্চ সেন্টারের কেন্দ্রীয় চিফ কোর্ডিনেটর ডা. লিয়া খাতুন, মুক্তিযুদ্ধের সাবেক কমান্ডার ফজলুল হক,ডা. আহসান হাবীব,বিশিষ্ট শিক্ষাবিদ আনোয়ার হোসেন,বিশিষ্ট সমাজসেবক আরিফুল আলম তসর প্রমুখ। এই আয়োজনে শতাধিক সাধারন মানুষকে ফ্রি ডায়াবেটিস নির্ণয় ও মেডিকেল চিকিৎসা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *