হুমায়ুন কবির, কুষ্টিয়া প্রতিনিধিঃ
“বিনিয়োগকারী যক্ষ্মা নির্মূলে, জীবন বাচাঁই সবাই মিলে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় কুষ্টিয়ার খোকসা উপজেলায় জাতীয় যক্ষা দিবস পালিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল এর নেতৃত্বে সকাল ১০ টার সময় বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত হয়।
রেলিউত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা হলরুমে জাতীয় যক্ষা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় স্বাস্থ্য কমপ্লেক্সের সকল ডাক্তার কর্মকর্তা-কর্মচারীরা ও স্থানীয় গণমাধ্যমকর্মীসহ উপজেলার ব্র্যাক অফিসের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
দেশ থেকে যক্ষ্মা নির্মূলে পরিবার থেকে সচেতন হতে হবে। একটানা ৩ সপ্তাহের বেশী কাশি হলে তাৎক্ষণিকভাবে ডাক্তার দেখায়, কফ পরীক্ষা করলে যক্ষা নির্মূল করা সম্ভব হবে বলে স্থানীয় ডাক্তাররা জানান।