হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
কুষ্টিয়ার খোকসায় ২০২২-২০২৩ অর্থ বছরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রদর্শনীর মাঠ দিবস ও কারিগরি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৪’ এপ্রিল) দুপুরে উপজেলার জানিপুর ইউনিয়নের এক্তারপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উক্ত মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
মাঠ দিবসে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সবুজ কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড: হায়াত মাহমুদ।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা এ, কে,এম কামরুজ্জামান, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো: আব্দুল করিম, তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের যশোর অঞ্চলের মনিটরিং কর্মকর্তা হীরক কুমার সরকারসহ অনেকই।
উপজেলার যাত্রাপুর ইউনিয়নের একটা প্রোগ্রামের প্রায় দেড় শতাধিক কৃষক কৃষাণীর সমন্বয়ে উক্ত তৈলবীজ উৎপাদন বৃদ্ধির লক্ষে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।