হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা প্রতিনিধ:
জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কার্যক্রমের উপর জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, ধর্মীয় নেতা, শিক্ষক ও সাংবাদিকদের নিয়ে একদিনের অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে ব্রাক অফিস মিলনায়তনে ব্র্যাকের বিডিসি কুষ্টিয়া সমন্বয়ক অমরেশ চন্দ্র দাস এর সভাপতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা ও উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার প্রেমাংশু বিশ্বাস, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক ও ব্রাক জেলা ও উপজেলা সমন্বয়কগণ।
কুষ্টিয়া খোকসা উপজেলা ব্রাক জতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচী আফিসের আয়োজিত ওরিয়েন্টেশন সভায় বক্তৃতারা বলেন, সমাজের সর্বস্তরের সাধারণ মানুষের সমন্বয়ে উপস্থিত সকল প্রতিনিধিদের ঐকান্তিক প্রচেষ্টায় আগামী ২০৩৫ সালের মধ্যেই দেশ থেকে যক্ষা নির্মূল করা সম্ভব।
যক্ষার সম্পূর্ণ চিকিৎসা বিনামূল্যে সরকারের পক্ষ থেকে দেওয়া হয় এবং রুগীর সার্বিক তত্ত্বাবধানে চিকিৎসা করা হয়।
জনসচেতনতা ও নিয়মিত ঔষধ সেবনে যক্ষা রোগের চিকিৎসায় ভালো হওয়ার হাজারো নজির রয়েছে। সেহেতু দুই সপ্তাহের বেশী কাশি হলে পরীক্ষা করা উচিৎ।