হুমায়ুন কবির, কুষ্টিয়া:
কুষ্টিয়ার খোকসা উপজেলায় খোকসা সরকারি কলেজের আন্তর্জাতিক নারী দিবস প্রথমবারের সম্মিলিত হলো। সোমবার সকালে কলেজের শিক্ষক শিক্ষার্থীদের এক বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত হয়।
পরে কলেজের শিক্ষক লায়ন্সে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ প্রফেসর ডঃ মোঃ আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রফেসর হায়দার আলী, দিপালী ম্যাডাম, আহসানুল্লাহ কিরণ, আ স ম সরাফত আলী, ওয়াজেদ আলী ও কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ বেলাল হোসেন।
বক্তারা তাদের বক্তব্য স্পষ্ট বলেন নারীরা কখনোই পিছিয়ে নয় বরং ইসলাম ধর্মে নারীদেরকে সম্মানিত করা হয়েছে সে সাথে নারী জাতিকে উত্তর আসনে আসন করতে আপনারা একে অপরের প্রতি সমর্পিতা দেখাবেন।
দেশের বর্তমান প্রেক্ষাপটে নারীরা সব সম্মানিত এবং তাদের প্রতি বৈষম্য দূরীকরণের সরকারের দিকে নির্ধারণ সশস্ত্র হয়েছে।
ফলে সকল নারীদেরকে সম্মানিত করা উচিত যার যার অবস্থান থেকে।
অনুষ্ঠানের সভাপতির বক্তৃতায় প্রফেসর ডঃ মোঃ আব্দুল লতিফ বলেন, জন্মসূত্রের শিক্ষক হিসেবে মারাই প্রকৃত শিক্ষক। আর এজন্যই শিক্ষিত মায় তৈরি করতে পারে শিক্ষিত জাতি। বর্তমান সরকারের অনুপ্রেরণায় নারীরা এখন অনেকটাই সুস্থ বন্ধ থেকে বেরিয়ে এসেছে। এজন্য কর্মক্ষেত্র নারীদেরকে সহমর্মিতা সহ সকল সুযোগ-সুবিধা প্রয়োগ করা হচ্ছে।
তিনি আরো বলেন, কোন পুরুষই নিজের বিবেকবোধ থেকে নারীর বৈষম্য কখনো চিন্তা করতে পারে না। বরং আমাদের জীবনের প্রচলিত বিষয়গুলোই কর্মের মধ্যে পড়বে। সুতরাং শ্রদ্ধা এবং কর্মের মধ্যে ভালোবাসা সকলের মধ্যে থাকতে হবে।
শ্রদ্ধাবোধ এবং ভালবাসা থেকে ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসকে সকলকে পালন করতে হবে।
অনুষ্ঠানের কলেজের সর্বস্তরের শিক্ষক কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন।