গাজীপুরের শ্রীপুর উপজেলায় গরু চরাতে গিয়ে নিখোঁজ হওয়া শিশু হুযাইফা (৯) মরদেহ জঙ্গল থেকে উদ্ধার
গাজীপুরের শ্রীপুর উপজেলায় গরু চরাতে গিয়ে নিখোঁজ হওয়া শিশু হুযাইফা (৯) মরদেহ জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে। শিশুটির মাথায় ও নাকে আঘাতের স্পষ্ট চিহ্ন পাওয়ায় এটি নিছক দুর্ঘটনা নয়, বরং হত্যাকাণ্ড বলে প্রাথমিক অনুমান করছে পুলিশ। এ ঘটনায় গোসিঙ্গা ইউনিয়নের চাওবন শিরারমার চালা এলাকায় গভীর শোকের পাশাপাশি চাপা আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, শনিবার সকালে বাবার সাথে গরু চরাতে বেরিয়েছিল শিশু হুযাইফা। দুপুরের আগে বাবা বাড়িতে ফিরে আসলেও সে ফেরেনি। এরপর থেকেই শুরু হয় পরিবারের মরিয়া খোঁজাখুঁজি। স্থানীয়রাও নিখোঁজ শিশুটিকে খুঁজতে আশপাশের এলাকা চষে বেড়ান।
অবশেষে, বিকেল ৩টার দিকে গোসিঙ্গা ইউনিয়নের চাওবন শিরারমার চালা এলাকার ঘন জঙ্গল থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করা হয়।
শ্রীপুর থানা পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া শিশু হুযাইফার শরীরের বিভিন্ন স্থানে, বিশেষ করে নাক ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এই আঘাতগুলো নৃশংসতার ইঙ্গিত দিচ্ছে। পুলিশ ধারণা করছে, এটি একটি হত্যাকাণ্ড।
নিহত হুযাইফার বাবা পুত্রশোকে কাতর হয়ে সাংবাদিকদের জানান, “ছেলেকে হারিয়ে শোকে আছি। কে বা কারা এমন নিষ্ঠুর কাজ করল, বুঝতে পারছি না। আমি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।” এই দাবি স্থানীয়দেরও প্রতিধ্বনিত হচ্ছে।
তবে চূড়ান্ত সত্য উদঘাটনের জন্য শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ এবং এর নেপথ্যে লুকিয়ে থাকা ভয়াবহ সত্য সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ঘটনার রহস্য উন্মোচনে তদন্ত শুরু করেছে পুলিশ।