আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহ থেকেঃ
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (০৪ আগস্ট) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি আরকে উচ্চ বিদ্যালয় বনাম নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের মধ্যে এ খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ,যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন দেবনাথ, মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল ইসলামসহ বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
খেলায় নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয় ১-০ গোলে আরকে উচ্চ বিদ্যালয়কে হারিয়ে জয়লাভ করে।
এসময় উপজেলা নির্বাহী অফিসার বলেন,বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল ক্রীড়াংগনের এক অগ্রসৈনিক ছিলেন। ছাত্র/ছাত্রীদের মাঝে খেলা ধুলার আগ্রহ সৃষ্টির মাধ্যমে সৌহার্দপূর্ণ সম্পর্ক তৈরির জন্য এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।