মোঃ নাহিদুল ইসলাম হৃদয়, মানিকগঞ্জ:
র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকালে ‘সুরক্ষিত বিশ্ব, নিশ্চিত স্বাস্থ্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর প্রদক্ষিণ শেষে হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের টিএস ডা. হাসিব আহসানের সভাপতিত্বে আরএমও ডা. বিপুল বালো, স্যানিটারী ইন্সপেক্টর মোঃ মোয়াজ্জেম হোসেনসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য : ১৯৫০ সালের ৭ এপ্রিল থেকে বিশ্বজুড়ে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়ে আসছে। এ দিনে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিবছর একটি নির্দিষ্ট প্রতিপাদ্য বিষয় নিয়ে আন্তর্জাতিক ও স্থানীয়ভাবে দিবসটি পালন করা হয়।