লোকমান আনছারী চট্টগ্রাম:
চট্টগ্রামে জমজমাট আর্চারি লিগ টুর্নামেন্টে অংশ নিয়ে রাউজানের মেয়ে অংকিতা শীল শ্রেয়া স্বর্ণ ও রৌপ্য পদক অর্জন করেছেন। গত মঙ্গলবার সিজেকেএস আর্চারি লিগে অংশ নিয়েছে মোট ৭টি দল। সেখানে চট্টগ্রাম মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র চ্যাম্পিয়ন হয়। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের পক্ষে অংশ নিয়েছেন সহ চারজন। তৎমধ্যে অংকিতা শীল শ্রেয়া ব্যক্তিগত ভাবে একটি স্বর্ণ পদক ও একটি রৌপ্য পদক অর্জন করেন। তার দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় দলীয় ভাবে চ্যাম্পিয়ন টপি অর্জন করেন। এটা তার সর্বোচ্চ অর্জন বলে জানানো হয়েছে। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত সিজেকেএস জিমনেসিয়ামে এ খেলার উদ্বোধন করেন সিজেকেএস সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দিন। ঐদিন সন্ধ্যায় বিজয়ী ও রানার আপ দলকে পুরুস্কার বিতরণ করেন। জানা গেছে আক্তারী প্রমিলা বিকেএস ঢাকা থেকে আর্চারিতে উন্নত প্রশিক্ষণ নিয়েছেন। উল্লেখ্য, আর্চারি লিগে ব্যক্তিগত ভাবে স্বর্ণ ও রৌপ্য অর্জনকারী অংকিতা শীল শ্রেয়া রাউজান পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের বান্যাপুকুর পাড় এলাকার বিশিষ্ট সংগীত সাধক বাসু শীলের কন্যা।