লোকমান আনছারী রাউজান প্রতিনিধি:
চট্টগ্রাম রাঙ্গামাটির ব্যস্ততম মহাসড়কের
চাল লেইন সড়কের উপর রাউজান জলিল নগর বাস ষ্টেশন, মুন্সিরঘাটা, গহিরা চৌমুহনী এলাকায় যত্রতত্র গাড়ি পার্কিং করে স্কুল কলেজের শিক্ষার্থীরা সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে হয় চরম দুর্ভোগের সৃষ্টি ও জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতার অভিযোগে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুস সামাদ শিকদার অভিযান পরিচালনা করেন।রাউজান হাইওয়ে থানার ওসি কামরুল আজম ও হাইওয়ে থানা পুলিশের সহায়তায় রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সড়কের উপর অবৈধভাবে পাকিং করায় তিনটি যাত্রীবাহি বাস, একটি ট্রাক, ২টি সিএনজি অটোরিক্সা থেকে ২১হাজার টাকা জরিমানা আদায় করে। রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার বলেন, সড়কের জায়গা দখল করে অবৈধভাবে বাস, ট্রাক, সি,এনজি অটোরিক্সা পার্কিং করায় ৩টি বাস থেকে ১৫হাজার টাকা, একটি ট্রাক থেকে ৫ হাজার টাকা, দুটি সিএনজি অটোরিক্সা থেকে ১ হাজার টাকা সহ ২১হাজিার টাকা জরিমানা আদায় করা হয়েছে । সড়কের জায়গা দখল করে কোন পার্কিং করতে পারবেনা । সড়কের জায়গা দখল করে পার্কিং করা হলে আবোরো ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
তিনি আরও জানান, সকল ধরনের যান চালক,এরুপ প্রতিবন্ধকতা তৈরি থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।