সাতকানিয়া প্রতিনিধি
মোহাম্মদ হোছাইন
সাতকানিয়ায় বিজ্ঞানসম্মত মৎস্য চাষ প্রশিক্ষণ ও বিপনন কর্মশালা হারমিস সান ইন্টারন্যাশনাল (হারমিস সান গ্রীন একুয়া) এর উদ্যোগে ০৯ মার্চ সকাল ১১টায় সাতকানিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সহকারি উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা—তুজ—জোহরা, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত শর্মা। প্রশিক্ষণ প্রদান করেন হারমস সান ইন্টান্যাশনাল এর প্রধান নির্বাহী কর্মকর্তা নীল রতন দাশ গুপ্ত। এসময় উপজেলার সকল মৎস্য চাষীবৃন্দ উপস্থিত ছিলেন।